জনাব মাসফিউল বারী সম্প্রতি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ১৯৮৮ সালে ব্যাংকারস’ রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি)-এর মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩১ বছরের চাকুরীকালে তিনি জনতা ব্যাংক লিমিটেড এর বিভিন্ন শাখা প্রধান, এরিয়া প্রধান এবং প্রধান কার্যালয়ের এইচআর, ফরেন ট্রেড ডিপার্টমেন্ট, ট্রেজারী ডিপার্টমেন্ট, ওভারসীজ ব্যাংকিং ডিপার্টমেন্ট, ফরেন ট্রেড মনিটরিং ডিপার্টমেন্ট, একাউন্টস ডিপার্টমেন্ট ও এমআইএস (সিবিআরপি সেল) এ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। জনাব মাসফিউল বারী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এ্যাকাউন্টিং বিষয়ে সম্মাননসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকারস’ বাংলাদেশ (আইবিবি)-এর একজন সম্মানিত ডিপ্লোমেড এসোসিয়েট। তিনি দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।
জনাব মাসফিউল বারী টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২ পুত্র সন্তানের জনক।