প্রচ্ছদ কর্পোরেট সংবাদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও...

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা

0

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষে ১ আগস্ট হতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে জনতা ব্যাংক লিমিটেড। এরই অংশ হিসেবে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির তত্বাবধানে বুধবার (২১/০৮/২০১৯) জনতা ব্যাংক লিমিটেড ভবন সংলগ্ন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্মময় জীবনের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া সভায় সংসদ সদস্য সেলিমা আহমাদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক শেখ সামছুদ্দিন আহমেদ, সিইও এন্ড এমডি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, ডিএমডি মোঃ জিকরুল হক ও মোঃ তাজুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ মশিউর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ জনতা ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিবিএ নেতেৃবৃন্দসহ অন্যান্যরা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version