প্রচ্ছদ বিশেষ খবর জালনোট ও ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্য আটক

জালনোট ও ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্য আটক

0

জালনোট ও ডলার প্রস্তুতকারী চক্রের ৬ সদস্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ। আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৫৮ লাখ ৫৭ হাজার মূল্যমানের জালটাকা এবং ১১৩টি জাল ১০০ ডলার উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে জাল নোট ও জাল ডলার প্রস্তুতকারী এই চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, শনিবার বেলা ১১টার দিকে এ বিষয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version