প্রচ্ছদ বিশেষ খবর জেনেটিকগত কারণে নারীর তুলনায় পুরুষের করোনা আক্রান্তের ঝুঁকি বেশি

জেনেটিকগত কারণে নারীর তুলনায় পুরুষের করোনা আক্রান্তের ঝুঁকি বেশি

0

জেনেটিকগত কারণে নারীর তুলনায় পুরুষের করোনা আক্রান্তের ঝুঁকি বেশি। এ বিষয়ে নতুন এক গবেষণা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। চারজন যুবকের অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল জার্নাল জামায় এক প্রতিবেদন বলা হয়েছে নারীদের তুলনায় কভিডে পুরুষরা বেশি ঝুকিতে আছে।

প্রতিবেদনে ব্যাক্ষা করা হয়েছে, ইমিউন ব্যবস্থাকে দুর্বল করে দেয় এমন জিনগত ত্রুটি পাওয়া গেছে চারজন যুবক রোগীর মধ্যে। ২১ থেকে ৩২ বছর বয়সী এ চার তরুণ নেদারল্যান্ডসের বাসিন্দা। এর সবাই সুস্থাস্থ্যের অধিকারী ছিল। গত মার্চ ও এপ্রিল মাসে তারা কভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে ২৯ বছর বয়সী এক যুবক মারা গেছে।

এ চার যুবকের জিনগত বিশ্লেষণ থেকে তাদের মধ্যে কিছু সমস্যা পাওয়া গেছে। মানুষের দেহে ইন্টারফেরন নামক অণু তৈরি হয়, যা করোনা মোকাবেলায় শরীরের ইমিউন ব্যবস্থাকে উদ্দীপ্ত করে। জেনেটিক ত্রুটির কারণে এ ইন্টারফেরন তৈরি না হলে মানুষ করোনাভাইরাসের সামনে অসহায় হয়ে পড়ে। সংশ্লিষ্ট চার তরুণের এক্স ক্রোমোজোমে এই জেনেটিক ত্রুটি ছিল। পুরুষদের দেহে এক্স ক্রোমোজোমের একটি কপি থাকে, নারীদের দুটি। পুরুষদের একটি এক্স ক্রোমোজোমে ত্রুটি থাকলে আর কিছু সহায়ক থাকে না কিন্তু নারীদের ক্ষেত্রে একটিতে ত্রুটি থাকলে অন্য ক্রোমোজোমটি সাধারণত সমস্যাটি কাটিয়ে ওঠে। তাই কভিডে পুরুষদের তুলনায় নারীরা কম ঝুঁকিতে থাকে।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version