প্রচ্ছদ বিশেষ খবর টানা তিনদিন ব্যাংক লেনদেন বন্ধ

টানা তিনদিন ব্যাংক লেনদেন বন্ধ

0

ব্যাংক হলিডে এবং সাপ্তাহিক ছুটির কারণে টানা তিনদিন ব্যাংক লেনদেন বন্ধ থাকছে। চলতি বছরের শেষদিন  বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে, এরপর নতুন বছরের প্রথম দুইদিন ১ ও ২ জানুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। সেজন্য তিন দিন দেশের ব্যাংকিংখাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন বন্ধ থাকবে।

সংশ্লিষ্টরা জানান, বুধবার (৩০ ডিসেম্বর) ছিল চলতি বছরে ব্যাংক ও আর্থিকখাতের লেনদেনের শেষ কার্যদিবস। যদিও বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বছরের শেষদিন। তবে এ দিনটিতে প্রতিবছর ব্যাংক হলিডে থাকে। এদিন চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকলেও সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়।

১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওই দিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিক প্রতিবেদন করা হয়। দিনটিতে গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম পরিচালনা করা হয় না।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version