প্রচ্ছদ খেলাধুলা টি-২০ সিরিজে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

টি-২০ সিরিজে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

0

ত্রিদেশীয় টি-২০ সিরিজে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল স্বাগতিক বাংলাদেশ। সিরিজের চতুর্থ হলেও বাংলাদেশ-জিম্বাবুয়ের উভয় দু’দলের এটি তৃতীয় ম্যাচ ছিল।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচটি। টাইগার বাহিনী ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এর ফলে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করছে মাসাকাদজা বাহিনী।

বাংলাদেশের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করছে নামে জিম্বাবুয়ে। জিতার লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি মাসাকাদজার দল। ৮ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বসে দলটি।

ব্যক্তিগত ১১ রানের মাথায় প্রথম ওভারের তৃতীয় বলে মাতুমবদজিকে সাজঘরে ফেরেন। এরপর আঘাত হানেন শফিউল ইসলাম। তার বলে স্টাম্প হারিয়ে সাজঘরে হাঁটেন রায়ান বার্ল।

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই সাজঘেরে ফেরেন ব্রেন্ডন টেইলর। সাইফউদ্দিনের বলে সাকিবের হাতে ক্যাচ দেন তিনি। এরপর ভালো খেলতে পারেননি রেজিস চকভাও। সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। তারা দু’জনেই কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ১০উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশ ৩৯ রানে জয় লাভ করেছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version