প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ঢাকায় ফিউচার হসপিটালের উদ্বোধন

ঢাকায় ফিউচার হসপিটালের উদ্বোধন

0
ঢাকায় ফিউচার হসপিটালের উদ্বোধন

আস্থার স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে ফিউচার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি (৩ মার্চ, ২০২৫) হসপিটালের পরিচালকবৃন্দ আনুষ্ঠানিকভাবে হসপিটালের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হসপিটলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ইউসুফ শিবলী, পরিচালক গোলাম মোস্থফা মজুমদার, ডা. আসাদুল আমিন, রিয়াদ মোস্থফা, আবু হাসান, রওশন আক্তার শুভ, ডা. তারেক আহমেদ, নুরুল ইসলাম খান জুয়েল ও জাহানারা বেগম। এছাড়া হসপিটলের শেয়ারহোল্ডারগণ, চিকিৎসকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালকবৃন্দ আস্থার স্বাস্থ্যসেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকের সমন্বয়ে ফিউচার হসপিটাল হবে দেশের অন্যতম সেরা মানবিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। এই হসপিটাল দেশের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং সবার জন্য বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version