প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ঢাকায় ২ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ঢাকায় ২ মার্চ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

0

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২ থেকে ৪ মার্চ শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)’। ১১তম এই মেলার আয়োজন করেছে পর্যটন খাতের বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)। মেলায় তিনটি হলে ১৬টি প্যাভিলিয়নসহ ১৫০টি স্টল থাকবে।

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে টোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় ফার্স্ট ট্রিপ ও টোয়াবের মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তি সই হয়। ফার্স্ট ট্রিপের চিফ অপারেটিং অফিসার হাসনাইন রফিক ও টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন চুক্তিপত্রে সই করেন।

টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. আনোয়ার হোসেন জানান, এবারের মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, জাপান ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্ট অংশ নেবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version