প্রচ্ছদ বিশেষ খবর তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনজীবন

তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনজীবন

0
শৈত্যপ্রবাহ

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। ঘন কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন। আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে জেলার তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।

হিম বাতাসে জবুথবু মানুষ। বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল আর খেটে খাওয়ারা। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষরা।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন বলেন, জেলায় সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : বছরের শুরুতেই শৈত্যপ্রবাহ

তিনি আরও বলেন, মৃদু শৈত্যপ্রবাহ আগামী ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। এর পর ধীরে ধীরে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version