প্রচ্ছদ কর্পোরেট সংবাদ দিনাজপুরে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের জন্য এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের জন্য এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

0
ইউসিবিএল

সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের সহায়তায় SEIP প্রকল্পের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দ্বিতীয় পর্বের আওতায় দিনাজপুরে এসএমই খাতের নতুন উদ্যোক্তাদের জন্য এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে। দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নসহ নতুন এসএমই’র অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউসিবি নতুন প্রশিক্ষিত উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নের জন্য ঋণ সুবিধা প্রদান করবে।

জনাব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক এবং সৈয়দ ফরিদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও, ইউসিবি যৌথভাবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদ ইকবাল, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, জনাব মোঃ মহসিনুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই প্রধান, ইউসিবি, জনাব মোঃ মামুন রশীদ, শাখা প্রধান, দিনাজপুর, ইউসিবি এবং দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version