বায়ুদূষণে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে বাংলাদেশ এবং রাজধানী ঢাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষ দূষিত রাজধানী হিসেবে চিহ্নিত হয়েছে।
পার্টিকুলেট ম্যাটার (পিএম-২.৫) বা বস্তুকণার ২.৫ মানের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ ও শহরের তালিকা প্রকাশ করেছে আইকিউএয়ার। এই তালিকায় টানা তৃতীয় বারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে চিহ্নিত হয়েছে নয়াদিল্লি। দ্বিতীয় স্থানে থাকা রাজধানী ঢাকার বায়ুতে পার্টিকুলেট ম্যাটার বা পিএম-২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ৭৭ দশমিক ১ শতাংশ ছিল।
অন্যদিকে, রাজধানীর তালিকায় তৃতীয় মঙ্গোলিয়ার উলানবাটরের প্রতি ঘনমিটার বায়ুতে পিএম-২.৫-এর উপস্থিতি পাওয়া গেছে মাত্র ৪৬ দশমিক ৬ শতাংশ।
এই দুই রাজধানী শহর টানা দুই বছর ধরে একই স্থানে রয়েছে।