প্রচ্ছদ কর্পোরেট সংবাদ দেশব্যাপী সুরক্ষা সামগ্রী সরবরাহ অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক

দেশব্যাপী সুরক্ষা সামগ্রী সরবরাহ অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক

0

এনআরবিসি ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশব্যাপী ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) হস্তান্তর করে চলেছে। বিতরনের অব্যাহত ধারায় ইতপূর্বে গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, অন্যান্য জরুরী সেবাদানকারী সরকারী প্রতিষ্ঠানের কর্মচারী এবং দেশব্যাপী ৩০ টিরও বেশি হাসপাতালে নিয়োযিত চিকিৎসক ও স্বাস্থ্য সেবাকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহের পর বিগত কয়েকদিনে নিম্নোক্ত স্থান সমূহে ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), কেএন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, হেড শিল্ড, বিশেষ চশমা হস্তান্তর করা হয়।

১. শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর
২. বনানী ক্লিনিক লিমিটেড, ঢাকা
৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগ, ঢাকা
৪. সিভিল সার্জন, ঢাকা
৫. সিকিউরিটি ইন-চার্জের কার্যালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
৬. বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
৭. রাজবাড়ী সদর হাসপাতাল
৮. পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, রাজবাড়ী
৯. পাংশা মডেল থানা ও উপজেলার কসবামাজাইল পুলিশ ফাঁড়ি, রাজবাড়ী
১০. নোয়াখালী জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা)
১১. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১২. রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, লক্ষিপুর
১৩. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
১৪. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
১৫. রাজশাহী সিটি কর্পোরেশন (নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য)
১৬. ভৈরব অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত হাসপাতাল
১৭. উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বরিশাল
১৮. ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন
১৯. রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম

উল্লেখ্য, বিতরণের অব্যাহত ধারায় এই পর্যন্ত সুরক্ষা সামগ্রী হিসেবে প্রায় ৫০০০ এর অধিক পিপিই, ৫০০০ এর অধিক সার্জিক্যাল মাস্ক, ১০০০ এর অধিক কেএন-৯৫ মাস্ক, ৮০০ এর অধিক বিশেষ চশমা ও ১৫০০ এর অধিক হেডশিল্ড সরবরাহ করা হয়েছে এবং আসন্ন ভবিষ্যতেও দেশের এই দুর্যোগকালীন সময়ে এনআরবিসি ব্যাংক লিমিটেড সুরক্ষা সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version