প্রচ্ছদ বিদ্যুৎ ও জ্বালানী এলপিজি দেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে ভ্যাট ৫ শতাংশ

দেশে এলপিজি সিলিন্ডার উৎপাদনে ভ্যাট ৫ শতাংশ

0

দেশে উৎপাদিত লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ক্ষেত্রে ভ্যাট (মূল্য সংযোজন কর) ১৫ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

দেশীয় সিলিন্ডার নির্মাতারা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধাটি গ্রহণ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট শাখা সূত্রে জানা গেছে, লোহা ও ইস্পাতের এলপিজি সিলিন্ডারের স্থানীয় উৎপাদনে ভ্যাট কমানো হয়েছে। স্থানীয় উৎপাদকরা কাঁচামাল এবং সিলিন্ডারের বিভিন্ন উপাদান আমদানিতেও ভ্যাট অব্যাহতি পাচ্ছেন।

২০১৬ সালে সরকার লোহা ও ইস্পাতের এলপিজি সিলিন্ডার আমদানিতে ভ্যাট ছাড় দিয়েছে। এই সুবিধাটি ওই বছরের জুনে শেষ হয়েছিল।

দেশে প্রাকৃতিক গ্যাস দ্রুত হ্রাস পাওয়ায় সরকার এলপিজি সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত করছে।

বর্তমানে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠানগুলো সিলিন্ডারের মোট চাহিদার ৩০ থেকে ৩৫ শতাংশ পূরণ করতে পারে। বাকিগুলো আমদানি করা হয়।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version