করোনাভাইরাসের কারণে বাহরাইনে আটকে পড়া ৪১৩ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। ওই ফ্লাইটে ৮ জন প্রবাসীর মরদেহও ছিল।
বুধবার (২৪ জুন) মধ্যরাতে ৪১৩ যাত্রী নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বাহরাইনফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি। পাশাপাশি লন্ডন রুটে সপ্তাহে একটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে তারা।