দৌলতদিয়া-পাটুরিয়া ফেরীঘাটে নদী পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনে দীর্ঘ ৮ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ফেরি সংকট ও মাওয়া নৌরুটে পণ্যবাহী যানবাহন পারপার হতে না পারায় চাপ বেড়েছে দৌলতদিয়া ঘাটের মহাসড়কে।
দৌলতদিয়ায় চারটি সচল ফেরিঘাটের মধ্যে প্রতিটিতে তিনটি করে পকেট থাকলেও সবগুলো পকেট দিয়ে যানবাহন লোড-আনলোড হতে না পারায় সময় ব্যয় হচ্ছে কয়েকগুণ। এতে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হওয়ার কারণে দীর্ঘ হচ্ছে যানজট ।
ঈদের আগে আরও দুটি রোরো ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যোগ হওয়ার কথা থাকলেও তা আসতে আরও চার থেকে পাঁচদিন সময় লাগবে।
এদিকে পাটুরিয়া প্রান্তে পাঁচটি ফেরিঘাট থাকলেও বর্তমানে ভাঙ্গন ও পন্টুন সমস্যায় দুটি ফেরিঘাট বন্ধ থাকায় যানবাহন পারাপার বিঘ্নিত হচ্ছে। এ সমস্যাগুলোর কারণে বেশ কিছুদিন ধরে দুর্ভোগে রয়েছেন যাত্রী ও চালকরা।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, ঈদের আগে যাত্রী ও যানবাহন পারাপারে আরও দুটি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌবহরে যোগ হতে আরও চার থেকে পাঁচদিন সময় লাগবে। বর্তমানে ১৭টি ফেরি দিয়ে পারাপার সচল রাখা হয়েছে।