অধিকতর উন্নত ও আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে সম্পূর্ণ শরি‘আহ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর সিলেট জেলার বিশ্বনাথ এসএমই/কৃষি শাখা এবং গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। এ উপলক্ষে ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে সংশ্লিষ্ট শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখা দুটির কার্যক্রম উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিলেট অঞ্চলের প্রধান আবু রাহেদ খন্দকার; ওসমানী নগর, সিলেট সার্কেল- এর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, পিপিএম; ব্যাংকের বিশ্বনাথ শাখার শাখাপ্রধান কামাল আহমদ ও গোয়ালাবাজার শাখার শাখাপ্রধান সদানন্দ দেবনাথ; ডাঃ মাহমুদুল মজিদ চৌধুরী; স্থানীয় লার্নিং সেন্টারের পরিচালক মইন উদ্দিন; বিশ্বনাথ ব্যবসায়ী সমিতি’র সেক্রেটারি জয়নাল উদ্দিন; বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর হোসেন ও আলাউদ্দিন রিপন এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল সালাম শেখসহ স্থানীয় শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংকের সিলেট জেলার বিশ^নাথ এসএমই/কৃষি শাখা তান্নি কমপ্লেক্স (২য় তলা), জগন্নাথপুর রোড, বিশ্বনাথ এবং গোয়ালাবাজার এসএমই/কৃষি শাখা কাহের ম্যানশন শপিং কমপ্লেক্স (২য় ও ৩য় তলা), ১১৭৪, ওসমানী নগরে কার্যক্রম শুরু করেছে।