প্রচ্ছদ বিশেষ খবর নাপা সিরাপ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর

নাপা সিরাপ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর

0
নাপা সিরাপ

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত নাপা সিরাপ (ব্যাচ নং-৩২১১৩১২১) বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। শনিবার (১২ মার্চ) ঔষধ প্রশাসন অধিদপ্তর এক নোটিশ জারির মাধ্যমে জানায়, উল্লিখিত ব্যাচের ঔষধ কারো কাছে থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে এবং সেটি বিক্রি থেকে বিরত থাকতে।

এছাড়াও পাইকারি ও খুচরা বিক্রেতাদের উদ্দেশ্যে ওষুধটি দ্রুত ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরীতে প্রেরণের জন্য বলা হয়েছে।

গত ১০মার্চ রাতে জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়। তাদের মা লিমা বেগম দাবি করেন, নাপা সিরাপ খাওয়ার পর তারা মারা গেছে।

এরপরেই আজ এ সিদ্ধান্ত নিয়েছে ঔষধ প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এ বিষয়টি ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুসন্ধান করছে তাই এখনই আমরা এ বিষয়ে কোন মন্তব্য করবোনা। ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুসন্ধান শেষে যে রিপোর্ট পাওয়া যাবে, তারপরেই আমরা আমাদের ব্যাখা জানাবো।”

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version