আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। পার্থে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু।
এ ম্যাচ দিয়েই ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ১৪তম নারী ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
নিজেদের প্রথম ম্যাচে হার নিয়ে মাঠে ছেড়েছিলো দু’দলই। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১৭ রানে হেরেছিলো অজি মেয়েরা। অপরদিকে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে বড় ব্যবধানে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে শ্রীলংকা।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি, বেথ মুনি, অ্যাশলে গার্ডনার, মেগ ল্যানিং (অধিনায়ক), এলিসি পেরি, র্যাচেল হেইনেস, নিকোলা ক্যারি, জেস জোনাসেন, ডেলিসা কিমিন্স, মলি স্ট্রানো, মেগান শাট।
শ্রীলংকা একাদশ: চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, উমেশা থিমাশিনি, হার্ষিথা মাধবী, আনুশ্কা সঞ্জীবনী, শশীকলা সিরিবর্ধনে, নীলাক্ষী ডি সিলভা, আমা কাঞ্চানা, কাভিশ দিলহারি, সুগন্দিকা কুমারী, উদেশিকা প্রবোধিনী।