গত ১৪ অক্টোবর শনিবার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ‘ঝুঁকি ব্যবস্থাপনা বার্ষিক সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার একটি কনফারেন্স সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সকল আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখার নির্বাহী ও কর্মকর্তাগণ সম্মেলনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান, পিএইচডি। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা সৈয়দ রইস উদ্দিন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও নির্বাহীগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সম্মেলনের উদ্দেশ্য হল ব্যাংকের সকল স্তরে ঝুঁকি ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তোলা যাতে একটি শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা নীতি এবং অবকাঠামোর উন্নয়ন সহজতর হয়। বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। এজন্য ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার জন্য আমাদের সকল নির্বাহী ও কর্মকর্তাদের সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমে ঝুঁকি সম্পর্কে কর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং সেগুলো কাটিয়ে উঠতে উপায় খুঁজে বের করার ব্যাপারে সজাগ থাকতে হবে। এতে করে বিভিন্ন ঝুঁকির রেটিং যেমন- ক্যামেলস রেটিং, কোর রিস্ক রেটিং এবং সামগ্রিক ভাবে ব্যাংকের ঝুঁকি রেটিংও উন্নত হবে।