প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ন্যাশনাল ব্যাংকের টাউন হল মিটিং

ন্যাশনাল ব্যাংকের টাউন হল মিটিং

0
ন্যাশনাল ব্যাংক

বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন ও ভবিষ্যৎ দিক নির্দেশনার লক্ষ্যে টাউন হল মিটিং করল ন্যাশনাল ব্যাংক লিমিটেড। ১৮ মার্চ, ২০২৩ শনিবার সকালে সরাসরি ও ভার্চুয়ালি এই দুই ভাবে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়।

টাউন হল মিটিং এ ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহ্মুদ হোসেন। এসময় তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাজধানীর একটি কনফারেন্স সেন্টারে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাগণ। এছাড়া ভার্চুয়ালি দেশে ন্যাশনাল ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখা, আঞ্চলিক কার্যালয় সহ বিদেশের সাবসিডায়ারি সমূহের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এই টাউন হল মিটিং এ সংযুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version