১০ই মার্চ ২০২০ তারিখে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় হতে আগত ৩৭ জন অফিসারের অংশগ্রহণে ১৫ দিন ব্যাপী “ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংক” শীর্ষক ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ একরামুল হক প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের ইভিপি ও অধ্যক্ষ (চলিত দায়িত্ব) জনাব মঈনুল ইসলাম আরো উপস্থিত ছিলেন এসভিপি ও সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার জনাব মুন্সি আবু জাকারিয়া।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এই কোর্সসহ নতুন আঙ্গিকে আরও ১৪ টি নতুন ট্রেনিং কোর্স আয়োজনের বিষয়ে ঘোষণা প্রদান করা হয়।