প্রচ্ছদ বিশেষ খবর পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0

পঞ্চগড় সদর উপজেলার টটুয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মাসুম বিল্লাহ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুম তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের দলুয়াগছ গ্রামের সলেমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম সকালে দিনাজপুরের উদ্দেশ্যে যাওয়া মামাতো ভাইকে বাড়ি থেকে মোটরসাইকেল করে পঞ্চগড়ে ছেড়ে দেয়।

পরে পঞ্চগড় থেকে দলুয়াগছ ফেরার পথে টটুয়াপাড়া এলাকায় পৌছালে এক ট্রাক্টরকে সাইট দিতে গিয়ে তার গাছের সঙ্গে সংঘর্ষ বাধে।

এতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহম্মদ সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোরের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version