Home বিশেষ খবর পান্থপথে গ্যাসলাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

পান্থপথে গ্যাসলাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

পান্থপথে গ্যাসলাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

পান্থপথে তিতাস গ্যাসলাইন লিকেজের মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মেরামতকারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, আব্দুল্যাহ (৫৫), আজিম (৪০), রুহুল আমিন (৪০) এবং পথচারী জাফর (৩০)।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর পান্থপথে বিকেল এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তিতাসের ধানমন্ডি জোনের টেকনিশিয়ান মির্জা রবিউল আলম রতি।

তিনি বলেন, তথ্য পাই সেখানে একটি গ্যাস লিকেজের ঘটনা আছে। এ খবর পেয়ে মেরামত টিমকে পাঠানো হয়। টিমের সদস্যরা সেখানে গিয়ে দাঁড়িয়েছি মাত্র, তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আব্দুল্যাহ আমাদের স্টাফ। আজিম এবং রুহুল আমিন ডে লেবার। তবে এ ঘটনায় একজন পথচারীও দগ্ধ হয়েছেন বলে জেনেছি।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনাটি প্রকৃত পক্ষে কিসের বা কি কারণে ঘটেছে তা এখনো জানা যায়নি। মূলত তিতাস গ্যাস লিকেজ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ চন্দ্র বলেন, আমার থানা এলাকায় এমন কোন ঘটনা ঘটেছে বলে আমার কাছে এখনো তথ্য নেই।

শেয়ার করুনঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version