এমটিবি ফাউন্ডেশন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজিস)-এর সাথে সামঞ্জস্য বজায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায়, পিএফডিএ ভকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)-কে অটিজম ও নিউরো ডিস্যাবিলিটি আক্রান্ত অনগ্রসর মানুষদের ভকেশনাল ট্রেনিং সুবিধা প্রদানের জন্য সহায়তা করেছে। এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পিএফডিএ ভকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ ভিটিসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাজিদা রহমান ড্যানির হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়াও, এই অনুষ্ঠানে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সৈয়দ রফিকুল হক ও চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, গৌতম প্রসাদ দাস এবং তারেক রিয়াজ খান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।