প্রচ্ছদ কর্পোরেট সংবাদ পে-রোল ব্যাংকিং সেবার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও রেনাটা পিএলসি-এর মধ্যে...

পে-রোল ব্যাংকিং সেবার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও রেনাটা পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও রেনাটা পিএলসি-এর মধ্যে পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এমটিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান, রিটেইল ব্যাংকিং, মোঃ শাফকাত হোসেন, হোলসেল ব্যাংকিং বিভাগ-১ এর ডিভিশনাল প্রধান, মোহাম্মদ মামুন ফারুক এবং রেনাটা পিএলসি-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ এস. কায়সার কবীর, প্রধান অর্থ কর্মকর্তা, মুস্তাফা আলিম আওলাদ এফসিএ (ICAEW), ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, মোঃ রাবিউল এফসিএ, প্রধান, ট্রেজারি ও ফাইন্যান্স বিভাগ, মুহাম্মদ আশরাফুল হোসেন, মানব সম্পদ ব্যবস্থাপক (ম্যানুফ্যাকচারিং সাইট), এ কে এম শিহাবুল কবির — অনুষ্ঠানে উপস্থিত থেকে চুক্তিপত্র বিনিময় করেন।

এই স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার গুলশান-২ এ অবস্থিত বে’স এজওয়াটার-এর বিস্ত্রো-ই মিটিং রুমে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রেনাটা পিএলসি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি-এর রিটেইল সেগমেন্ট ও স্ট্র্যাটেজির প্রধান, তাহসিন তাহের, পে-রোল ব্যাংকিং বিভাগের প্রধান, রাশিদ আহমেদ বিন ওয়ালি, কার্ড বিভাগের ডিভিশনাল প্রধান, মোঃ আবু বকর সিদ্দিক, হোলসেল ব্যাংকিং বিভাগ-১ এর ইউনিট প্রধান, জুবায়ের রেজা এবং পে-রোল ব্যাংকিং বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তানজিনা আলী, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version