সৌদি আরব জেদ্দায় সোনালী ব্যাংক প্রতিনিধি অফিস বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহন করছেন। এ লক্ষ্যে জেদ্দায় সোনালী ব্যাংকের প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের লোকজন সম্প্রতি তায়েফ সফর করে বিভিন্ন ব্যাংকিং সেবা দিয়েছেন। বর্তমানে সৌদি আরবে কর্মরত প্রায় ১৪ লাখ প্রবাসী রয়েছে ।বর্তমানে অনেকেরই NID কার্ড না থাকায় তার তাদের অর্জিত অর্থ দিয়ে সবচেয়ে লাভজনক বন্ড কিনতে পারছে না সোনালী ব্যাংকের মাধ্যমে। সৌদি আরব জেদ্দায় সোনালী ব্যাংকের প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বলেন আগে পার্সপোর্ট দিয়েই এই বন্ড কিনতে পারতেন এখানের প্রবাসীরা। কিন্তু সরকার হঠাৎ করে NID বাধ্যতামূলক করায় অনেকেই এই সুবিধা নিতে পারছেন না। যেহেতু NID কনসুলেট জেনারেল অফিস এই NID সরবরাহ করেন না তাই সবাইকে এটা সরবরাহ না করা পর্যন্ত এটা বাধ্যতামূলক করলে প্রবাসীরা এই ব্যাংকিং সুবিধা নিতে পারবেন না। তিনি আরও বলেন এর ফলে প্রবাসীরা দেশে অবৈধ পথে তাদের অর্জিত বৈদেশিক মূদ্রা বিনিয়োগ করছেন বা দেশে পাঠাচ্ছেন। তাই তিনি আগের মত যাতে পার্সপোর্ট বা ভিসা দেখিয়েই এই সেবা নিতে পারেন তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।