প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

0

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ (এফএসআইবিএল) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর মধ্যে ‘মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান’ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে, জানুয়ারি ০৩, ২০২২ তারিখে বিআরইবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব জনাব মোঃ আসাফুদ্দৌলা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, বিআরইবি’র সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব জনাব মোঃ খায়রুল হাসান, ফাইন্যান্সিয়াল মনিটরিং (নর্থ) ডিরেক্টরেটের পরিচালক জনাব মোঃ হোসাইন পাটোয়ারী, আইসিটি ডিরেক্টরেটের সিনিয়র সিস্টেম এনালিস্ট জনাব মোঃ ফাহিম উদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ-এর মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান জনাব মোঃ ফরিদুর রহমান জালালসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এখন থেকে ব্যাংকের গ্রাহকগণ মোবাইল ফোন ও অনলাইন সেবার মাধ্যমে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটারের বিল প্রদান করতে পারবেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version