৩রা জানুয়ারি, ২০২১ তারিখে নতুন বছরের প্রথম কর্মদিবসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলার সুবিধার্থে ই-কেওয়াইসি ভিত্তিক সলিউশন ‘এফএসআইবিএল ফ্র্রিডম’ এর শুভ উদ্বোধন করেছে। যে কোন সময় ব্যাংক একাউন্ট খোলার সুবিধা নিয়ে ই-কেওয়াইসি ভিত্তিক সলিউশন ‘এফএসআইবিএল ফ্র্রিডম’ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব আবদুল আজিজ ও জনাব মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় জনাব মোঃ জহুরুল হক ও জনাব মোঃ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, সকল আঞ্চলিক প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।