প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ফিশটেইল ১০০ শেষ করলেন পার্থ সাহা, এমটিবি’র সহযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব হয়ে...

ফিশটেইল ১০০ শেষ করলেন পার্থ সাহা, এমটিবি’র সহযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের গর্ব হয়ে উঠলেন এই আল্ট্রাম্যারাথন দৌড়বিদ

0
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গর্বের সঙ্গে জানাচ্ছে, বাংলাদেশি আল্ট্রা-ম্যারাথন দৌড়বিদ পার্থ সাহা নেপালের পোখারায় অনুষ্ঠিত ১০০ কিলোমিটার দীর্ঘ ‘ফিশটেইল ১০০ আল্ট্রা-ট্রেইল ম্যারাথন’ সফলভাবে সম্পন্ন করেছেন। ১৭ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ছিল এশিয়ার অন্যতম কঠিন রেস, যা উচ্চ পর্বতের খাড়া উঁচু-নিচু পথ, দুর্গম ট্রেইল ও অনিশ্চিত আবহাওয়ার মধ্য দিয়ে সম্পন্ন করতে হয়।

বিশ্বের বিভিন্ন দেশের পঞ্চাশ (৫০) জন দৌড়বিদের মধ্যে মাত্র পাঁচজন এই প্রতিযোগিতা শেষ করতে পেরেছেন তাদের একজন পার্থ সাহা। বাংলাদেশের পতাকা হাতে তাঁর এই জয় বাংলাদেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এমটিবি, তার কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (নিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে, পার্থ সাহার এই অসাধারণ যাত্রায় পাশে ছিল। এই অর্জন শুধু পার্থর ব্যক্তিগত সাফল্য নয় বরং এটি সারা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

এমটিবি এই অসাধারণ সাফল্যের জন্য পার্থ সাহাকে আন্তরিক অভিনন্দন জানায় এবং ভবিষ্যতেও এ রকম উদ্দীপনামূলক প্রচেষ্টায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version