প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ এর শিরোপা জিতলো থাইল্যান্ডের ডানথাই বুনমা

‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ এর শিরোপা জিতলো থাইল্যান্ডের ডানথাই বুনমা

0

ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সৌজন্যে ও বাংলাদেশ গলফ ফেডারেশন ও এশিয়ান ট্যুর এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ এর শিরোপা জয় করলো থাইল্যান্ডের ডানথাই বুনমা। এছাড়া টুর্নামেন্টে দ্বিতীয় হয়েছেন একই দেশের কোসুকে হামামোতো ও তৃতীয় স্থান অধিকার করেছেন রতন ওয়ান্নাশীচান। বাংলাদেশের সিদ্দিকুর রহমান যৌথভাবে ৪র্থ স্থান অধিকার করেছেন। আর বাংলাদেশের সেরা এ্যামেচার গলফার নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম।

ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ্ ক্লাবে ৪ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে পর্দা নামলো ২৭ নভেম্বর। ৪ লক্ষ মার্কিন ডলার প্রাইজ মানির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ২৩টি দেশের ১২০ জন প্রো-গলফার অংশ নেন।

টুর্নামেন্টের সমাপনী দিনে ২৭ নভেম্বর বিকাল ৩টায় ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ এর আয়োজক ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পরিচালক রিক হক সিকদার। এসময় স্মৃতিচারণ করে রিক হক সিকদার বলেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার বঙ্গবন্ধুর একজন অন্যতম ঘনিষ্ট সহচর ছিলেন। ২০১৯ সালে তিনি এশিয়ান গলফ টুর্নামেন্টকে ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন’ নামকরণের প্রস্তাব করেন। সেই ধারাবাহিকতায় এ বছর ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০২২’ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড এ টুর্নামেন্টকে ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও হোসেন আখতার চৌধুরী সহ বাংলাদেশ গলফ ফেডারেশন, এশিয়ান ট্যুর এর প্রতিনিধিবৃন্দ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক গলফার, ঊর্ধ্বতন সেনাকর্মকর্তবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব এবং দেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version