প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি টেকনোলোজি বসতির জন্য ১০ লাখ মানুষ পাঠাবে মঙ্গল গ্রহে

বসতির জন্য ১০ লাখ মানুষ পাঠাবে মঙ্গল গ্রহে

0

পৃথিবীর বাইরে মানব বসতির পরিকল্পনা করছে বিভিন্ন সংস্থা। এ পরিকল্পনার অংশ থেকেই ২০৫০ সালের মধ্যে ১০ লাখ মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর কথা জানিয়েছেন ইলন মাস্ক। স্পেস এক্সের সিইও ইলন মাস্ক বেশ কিছু টুইট বার্তায় লাল গ্রহটিতে মানব বসতি স্থাপনের লক্ষ্যের কথা বলেন।

প্রতি বছর কয়েক মেগাটন কার্গো মঙ্গল গ্রহে নেবে স্পেসএক্সের রকেট। ফলে এ শতকের মাঝামাঝি মানব বসতির জন্য প্রস্তুত হবে গ্রহটি। টুইট বার্তায় মাস্ক বলেন, প্রতি বছর এক হাজারের বেশি ফ্লাইট পাঠান হবে। প্রতি ফ্লাইটে ১০০ টনের বেশির কার্গো যাবে। ফলে প্রতি বছর এক মেগাটন কার্গো পাঠান হবে।

‘এসএন১’ নামে স্টারশিপ প্রোটোটাইপ রকেটটি এখন স্পেসএক্সের টেক্সাস কারখানায় নির্মাণাধীন রয়েছে। মঙ্গল গ্রহে বসতি স্থাপনে কী কী করা হবে তা নিয়ে ইলন মাস্ক বেশ সরব। তবে সেখানে মানুষ কীভাবে বেঁচে থাকবে তা নিয়ে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। কারণ অক্সিজেন বা পানি কোনোটাই নেই মঙ্গলে তবে বরফ আছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version