বাংলাদেশ কৃষি ব্যাংক, কুমিল্লা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ও ব্যবসায়িক পর্যালোচনা সভা ০১অক্টোবর, ২০২১ তারিখে ভারচুয়ালি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনাপরিচালক শিরীন আখতার। তিনি বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বিশেষায়িত শতভাগ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক। ১৫ আগস্টে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নারী অগ্রযাত্রার পথিকৃত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্যোগময় করোনা মহামারীর এ সময়ে সার্বক্ষনিক দিক-নির্দেশনা দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষি প্রধান বাংলাদেশের সকল কৃষি পরিবারকে (কৃষি ব্যাংকের আওতাধীন) স্বল্প সুদে ঋণের আওতায় এনে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কৃষি ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলস ভাবে কাজ করেযাচ্ছে। গত বছর এপিএ চুক্তিতে প্রথম হওয়া, এসিডি-১, সিএমএসএমই ও মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষ ঋণ কর্মসূচির বিপরীতে শতভাগ ঋণ বিতরণ করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন। তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে সুদ বিহীন আমানত বৃদ্ধি ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরো আন্তরিক হওয়ার উদাত্ত আহবান জানান। সম্মেলনে মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আজিজুল বারী বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন। কুমিল্লা বিভাগেরম হাব্যবস্থাপক রেজ্জাকুল হায়দর চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক/আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।