প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ কৃষি ব্যাংকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১,০৩৮টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীদের পর্যালোচনা...

বাংলাদেশ কৃষি ব্যাংকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১,০৩৮টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীদের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0

বাংলাদেশ কৃষি ব্যাংক ১,০৩৮টি শাখার ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তা ও মাঠকর্মীদের ভার্চুয়াল পর্যালোচনা সভা ১১ অক্টোবর, ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। তিনি “মুজিব বর্ষ” উপলক্ষে কৃষি ব্যাংকে গৃহীত কর্ম পরিকল্পনাসমূহ সফল বাস্তবায়ন এবং সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করে প্রতিটি শাখাকে লাভজনক পর্যায়ে উন্নীতকরনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হোসেন প্রধানিয়া। তিনি কোভিড-১৯ মহামারির ক্ষতি কাটাতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত কৃষি খাতে ৫,০০০ কোটি টাকা প্রণোদনার আওতায় ১,১৯৯ কোটি টাকার বরাদ্দের বিপরীতে ১,০১৩ কোটি টাকা সমান ৮৫% অর্জন এবং সিএমএসএমই খাতে লক্ষমাত্রার ৬২% অর্জন করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং অবশিষ্ট লক্ষমাত্রা শতভাগ অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বিআরপিডি-৫ সার্কুলারের আওতায় শ্রেণীকৃত ঋণ নূন্যতম পর্যায়ে হ্রাস করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মোঃ নাসের। সম্মেলনে আরো সংযুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ শফিকুল আযম ও মোঃ সাইফুল ইসলাম। উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আফজাল করিম, শিরীন আখতার এবং মোঃ কাইসুল হকসহ ব্যাংকের সকল মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণসহ ২২১২ জন সংযুক্ত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version