বাংলাদেশ কৃষি ব্যাংক ঢাকা বিভাগের দিনব্যাপী শাখা ব্যবস্থাপক সম্মেলন ব্যাংকের মিরপুরস্থ স্টাফ কলেজ মিলনায়তনে ২১ জানুয়ারি, ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জামান। তিনি ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্বারোপ করে সকল লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন নিশ্চিত করার উপর জোর দেন। আর্থিক অন্তর্ভুক্তির আওতায় পর্যায়ক্রমে নারী উদ্যোক্তাদেরকে সিএমএসএমই ঋণ দানে অগ্রাধিকার প্রদানের নির্দেশনা প্রদান করেন। ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে খড়ি পড়ংঃ ধহফ হড় পড়ংঃ ফবঢ়ড়ংরঃ বৃদ্ধি ও শ্রেণিকৃত ঋণ আদায়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবাইকে আরো আন্তরিক হওয়ার আহবান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, মীর মোফাজ্জল হোসেন ও সালমা বানু। ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আজিজুল বারী, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, বিভাগীয়/আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, সকল শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহীগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।