প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রমোশন ও ফিন্যান্সিং প্রজেক্ট II (IPFF II) এর আওতায়...

বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রমোশন ও ফিন্যান্সিং প্রজেক্ট II (IPFF II) এর আওতায় বাংলাদেশ টেকনোলজি লিমিটেড কর্তৃক বঙ্গবন্ধু হাইটেক সিটি (ব্লক ৩) এর অবকাঠামো স্থাপনে লিড এ্যারেঞ্জারের ভূমিকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড

0

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ইনভেস্টমেন্ট প্রমোশন ও ফিন্যান্সিং প্রজেক্ট II (IPFF II) এর আওতায় গত ৪ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ৫ মিলিয়ন ডলার এবং ৫১৪.৭৬ মিলিয়ন টাকার ফ্যাসিলিটি একসেস চুক্তি ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি (ব্লক ৩) এর অবকাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডকে এই IPFF II এর আওতায় ফান্ডটি দেয়া হবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি), ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, বিআইএফএফএল এবং আইআইডিএফসি মাধ্যমে যেখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড লিড এ্যারেঞ্জারের ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ফজলে কবির, গভর্নর, বাংলাদেশ ব্যাংক।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ড. আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক; জনাব রথিন কুমার পল, ডিজিএম ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, IPFF II প্রজেক্ট; জনাব এ কে এম আব্দুল্লাহ, সিনিয়র ফিন্যন্সিয়াল সেক্টর স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক; জনাব মোহম্মদ শওকত জামিল, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড; জনাব ফারুক এম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ট্রাষ্ট ব্যাংক লিমিটেড; জনাব মোহাম্মদ সাগির হোসেন খান, চিফ অপারেটিং অফিসার, বিআইএফএফএল; জনাব মোঃ গোলাম সারওয়ার ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক, আইআইডিএফসি এবং ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মামদুদুর রশীদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version