প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা

বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা

0
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংক আয়োজিত ‘এসএমই নারী উদ্যোক্তা মেলায়’ সম্মাননা পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা রোজী আহমেদ। ১১ মে রবিবার, রাজধানীর বাংলা একাডেমীতে আয়োজিত চার দিনব্যাপী ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে রোজী আহমেদ এর নিকট ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ খসরু পারভেজ, পরিচালক নওশাদ মোস্তফা, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম আমজাদ হোসেন, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস পেসিডেন্ট এসকে আসাদুল হক এবং নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর বাগেরহাট শাখার উদ্যোক্তা রোজী আহমেদের প্রতিষ্ঠানের নাম ‘মেসার্স অর্গানিক প্রোডাক্ট’। প্রতিষ্ঠানটি কোকো ফাইবার, কাপড় ও তুলা দিয়ে ১৩ ধরনের পাখির বাসা, বিড়ালের ঘর, সফট টয়, পেট টয়সহ নানা সামগ্রী তৈরি করে। জার্মানি, গ্রিস, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটি তাদের পণ্য রপ্তানি করছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version