প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

0

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতে পূন:অর্থায়ন স্কীমের আওতায় বিনিয়োগ প্রদানের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের বিকাশে সহজ শর্তে ও স্বল্প মুনাফায় উদ্যোক্তাদের মাঝে মেয়াদী বিনিয়োগ বিতরণ করা হবে, যেখানে উৎপাদন ও সেবা খাত অগ্রাধিকার পাবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আবদুর রউফ তালুকদার-এর উপস্থিতিতে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক জনাব মোঃ জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফরাহ মোঃ নাছেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version