প্রচ্ছদ কর্পোরেট সংবাদ বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

0

বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী লিমিটেড এর মধ্যে গত ১১ অক্টোবর ২০২১ইং তারিখে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনফারেন্স রুমে Technology Development & Up-gradation Fund বিষয়ক পুনঃঅর্থায়ন তহবিল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের মহা-ব্যবস্থাপক জনাব খন্দকার মোরশেদ মিল্লাত এবং শাহজালাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক জনাব চৌধুরী লিয়াকত আলী-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উক্ত চুক্তির আওতায় রপ্তানিমুখী শিল্পখাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন সাধনের জন্য ১১টি (এগার) কার্যক্রম/উদ্যোগের আওতায় রপ্তানি নীতি ২০১৮-২১ এ উল্লেখিত সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়নমূলক ৩২টি খাতে মেশিনারিজ ও যন্ত্রাংশ/প্রযুক্তি সংগ্রহের লক্ষ্যে গ্রাহকের অনুকূলে প্রদত্ত মেয়াদী বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদানযোগ্য হবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version