প্রচ্ছদ বিদ্যুৎ ও জ্বালানী তেল-গ্যাস বাসা-বাড়িতে আর গ্যাস-সংযোগ নয়

বাসা-বাড়িতে আর গ্যাস-সংযোগ নয়

0

বাসা-বাড়িতে নতুন করে আর গ্যাসের সংযোগ দেওয়া হবে না। এর পরিবর্তে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ব্যবহার করতে হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মন্ত্রী।

গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেকের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি আবাসন প্রকল্পের প্রস্তাব উঠলে সেখানে গ্যাস–সংযোগ প্রদানের ক্ষেত্রে এলপিজি ব্যবহারের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সিলিন্ডারে চলে যাচ্ছি এবং এখন থেকে আমরা বেরও হতে পারবো না। এজন্য সবাইকে সিলিন্ডার ব্যবহারে উৎসাহিত করতে হবে। আগামীতে কাউকে নতুন করে কোন সংযোগ দেয়া হবে না।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version