প্রচ্ছদ বিশেষ খবর বিকেলে বৈঠক, বাড়তে পারে বাসের ভাড়া

বিকেলে বৈঠক, বাড়তে পারে বাসের ভাড়া

0
বাস ধর্মঘট

ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর ফলে বাসের ভাড়া নির্ধারণের লক্ষ্যে আজ রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাস মালিক সমিতি। বৈঠকে বাসের ভাড়া বাড়ছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ডিজেলের দাম বাড়ায় বেশিরভাগ মালিকরাই বাস চালাতে রাজি না। আমরা বিআরটিকে বাস ভাড়া বাড়ানোর জন্য চিঠি দিয়েছি।

বাসের ভাড়া বাড়ানোর প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, বাস ভাড়া বাড়াতে বাস মালিকরা একটি চিঠি দিয়েছে। আগামী রোববার বিকেল ৩টায় এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসবে। তবে একদিকে ধর্মঘট চলবে আর অন্যদিকে ভাড়া বাড়ানোর আলোচনা হবে; দুইটা একসঙ্গে হতে পারে না।

আরও পড়ুন : বাস চলাচল বন্ধ, পথে কর্মমুখী মানুষের ভোগান্তি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এরই মধ্যে ঢাকার বিভিন্ন বাস পথে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি অযৌক্তিক। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব সব কিছুর ওপর পড়বে। সাধারণের জীবন আরো নাজেহাল হয়ে যাবে। ডিজেলের মূল্য বৃদ্ধি দ্রুত প্রত্যাহার করতে হবে। নয়, এই ১৫ টাকার উছিলায় বাস মালিকরা যাত্রীদের কয়েকগুণ বেশি পকেট কাটবে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version