প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম বিনামূল্যে রি-এন্ট্রি ভিসা সুবিধা আরও একমাস বাড়াল সৌদি আরব

বিনামূল্যে রি-এন্ট্রি ভিসা সুবিধা আরও একমাস বাড়াল সৌদি আরব

0

প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামা (বসবাসের অনুমতি) সুবিধার মেয়াদ আরও একমাস বাড়িয়েছে সৌদি আরব। গত সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দিয়েছে দেশটির পাসপোর্ট অধিদফতর। ঘোষণায় বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের জন্য রি-এন্ট্রি ভিসার মেয়াদ একমাস বাড়ানো হয়েছে। তারা বিনামূল্যেই পাবেন এ সুবিধা।

মহামারীতে সীমান্ত বন্ধ করে দেয়ায় সৌদিতে আটকে পড়া যেসব প্রবাসীর এক্সিট বা এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদেরও বিনামূল্যে এ সুবিধা দেয়া হবে। এছাড়া, বিদেশে আটকে পড়া যেসব সৌদি নাগরিকের ইকামার মেয়াদ শেষ হয়েছে এবং করোনা নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারছেন না, তারাও মাসব্যাপী বিনামূল্যে এ সেবা পাবেন। এর আগে, গত জুলাইয়ে প্রবাসীদের জন্য বিনামূল্যে ইকামার মেয়াদ তিনমাস বাড়ানোর নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version