প্রচ্ছদ বিশেষ খবর বিবাহের কাবিননামায় ’কুমারী’ শব্দ ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

বিবাহের কাবিননামায় ’কুমারী’ শব্দ ব্যবহার করা যাবে না: হাইকোর্ট

0

প্রত্যেক মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিবাহ। আর এই বিবাহের কাবিননামায় কনের ক্ষেত্রে ‘কুমারী’ শব্দ ব্যবহার করা যাবে না বলে আজ (রবিবার) হাইকোর্টের একটি বেঞ্চ এ সক্রান্ত নির্দেশটি দিয়েছেন।

২০১৪ সালে করা এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, নিকাহ রেজিস্ট্রি ফরমে একটি কলাম যুক্ত করে বরের ক্ষেত্রে অবিবাহিত/বিপত্নীক/তালাকপ্রাপ্ত শব্দগুলো যুক্ত করা যাবে এবং কনের ক্ষেত্রে ’কুমারী’ স্থলে অবিবাহিতা, তালাকপ্রাপ্ত ও বিধবা শব্দগুলো থাকবে।

বিয়ের নিবন্ধনের ৫ নম্বর কলামে উল্লিখিত কনের ক্ষেত্রে ‘কুমারী’ কিনা এমন বিধান বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ব্লাস্ট, নারী পক্ষ ও মহিলা পরিষদ। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরই আদালত রুল দেন। এ রুলের চূড়ান্ত শুনানি শেষ আজ রায় দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও আইনুন নাহার সিদ্দিকা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version