প্রচ্ছদ বিশেষ খবর বিশ্বব্যপী করোনায় প্রায় ২৮ লাখ মানুষের মৃত্যু

বিশ্বব্যপী করোনায় প্রায় ২৮ লাখ মানুষের মৃত্যু

0
একদিনে মৃত্যু

বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৮০ হাজার। ৪ ঘণ্টায় পুরো বিশ্বে করোনায় মারা গেছে প্রায় সাড়ে ১১ হাজার মানুষ। মোট করোনা আক্রান্ত হয়েছে ১২ কোটি ৬৭ লাখ মানুষ।

ব্রাজিলের সর্বাধিক জনবহুল রাজ্য সাও পাওলোতে একদিনেই মারা গেছে প্রায় দুই হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। ব্রাজিলে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত লক ডাউনের কড়াকড়ি বাড়ানো হয়েছে। এছাড়া দেশটি থেকে সব ফ্লাইট বন্ধ করেছে আর্জেন্টিনা।

এদিকে, গত বছর অক্টোবরের পর থেকে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৯ লাখ।

অন্যদিকে, দরিদ্র দেশগুলোকে টিকা অনুদানের জন্য বিশ্বের অন্যান্য দেশের প্রতি আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেসাস।

শুক্রবার (২৬ মার্চ) তিনি বলেন, দরিদ্র ২০টি দেশের স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক ব্যাক্তিদের জন্য দ্রুত এক কোটি টিকার প্রয়োজন।

শেয়ার করুনঃ
FacebookTwitterLinkedinInstagramWhatsappFacebook MessengerTelegramGmail

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version