প্রচ্ছদ বিশেষ খবর বিশ্বেজুড়ে একদিনে করোনা রোগী শনাক্ত ৩ লাখ ৪৩ হাজারের বেশি

বিশ্বেজুড়ে একদিনে করোনা রোগী শনাক্ত ৩ লাখ ৪৩ হাজারের বেশি

0

বিশ্বজুড়ে একদিনে রেকর্ড ৩ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড-১৯। মহামারির সাড়ে ৯ মাসে যা সর্বোচ্চ। গত একদিনে প্রায় ৬ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। ফলে মোট মৃত্যু ১০ লাখ ৬০ হাজারের বেশি। মোট আক্রান্ত ৩ কোটি ৬৪ লাখ মানুষ।

বুধবারও দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। হাজারখানেক মৃত্যুতে দেশটিতে প্রাণহানি ১ লাখ ৬ হাজারের কাছাকাছি। আক্রান্ত ৬৮ লাখ ৩৩ হাজার মানুষ। আরও ৯ শতাধিক প্রাণহানির পর, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ছুঁই ছুঁই। আক্রান্ত পৌনে ৭৮ লাখের বেশি।

এদিন বিশ্বের তৃতীয় দেশ হিসেবে করোনার সংক্রমণ ৫০ লাখ ছাড়িয়েছে ব্রাজিলে। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু ১ লাখ সাড়ে ৪৮ হাজারের মতো। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৮৩ হাজারের কাছাকাছি।

আবারও একদিনে ৪শ’ মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা। মহামারিকালে প্রথমবারের মতো একদিনে ১৯ হাজার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ফ্রান্সে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version