প্রচ্ছদ বিশেষ খবর সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩২ লাখের উপরে

সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩২ লাখের উপরে

0
একদিনে মৃত্যু

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩২ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৩২ লাখ ২৫ হাজার ৩৬৮ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৭ লাখ ৭৩ হাজার ৭০১ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৪৬০ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ৯৫ হাজার ৯২ জন।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৬ হাজার ১২২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫৪৬ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মঙ্গলবার পর্যন্ত মোট তিন কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৪৫১ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৪৭ হাজার ৭৫১ জনে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version