প্রচ্ছদ কর্পোরেট সংবাদ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০০ প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করলেন...

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৮০০ প্রান্তিক কৃষকদের ‘এবি ব্যাংক স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করলেন মাননীয় আইনমন্ত্রী

0
এবি ব্যাংক

এবি ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কসবা, জনাব মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ গোলাম হাক্কানী, মেয়র, কসবা পৌরসভা, জনাব মোঃ মনির হোসেন, ভাইস চেয়ারম্যান, কসবা উপজেলা, জনাব ফারহানা সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান, কসবা উপজেলা, জনাব এম এ আজিজ, সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ, জনাব হাজেরা বেগম, কসবা উপজেলা কৃষি অফিসার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version