প্রচ্ছদ এ্যভিয়েশেন ও ট্যুরিজম ভারতসহ ৮ দেশের সঙ্গে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভারতসহ ৮ দেশের সঙ্গে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

0

করোনার প্রাদুর্ভাব কমাতে ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার (৫ জুলাই) এক সার্কুলারে এতথ্য জানানো হয়েছে।

দেশগুলো হলো- ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

সার্কুলারে এই ৮ দেশের বিষয়ে বেবিচক জানায়, দেশগুলো থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এমনকি বাংলাদেশ থেকে এসব দেশে কেউ যেতেও পারবে না। এছাড়াও যারা গত ১৫ দিনের মধ্যে এই ৮ দেশ ভ্রমণ করেছেন তাদেরও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

সার্কুলারে বলা হয়েছে, দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি ভিজিটররা (পর্যটক) সেসব দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।

আদেশটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বেবিচক।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version