ভারতের বিভিন্ন রাজ্যে আটকেপড়া বাংলাদেশীদের ফেরাতে দিল্লী থেকে আরও একটি বিশেষ ফ্লাইট অপারেট করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া চেন্নাই থেকে ফিরিয়ে আনার জন্য আরও দুটো ফ্লাইট অপারেট করবে বেসরকারী ইউএস বাংলা। বৃহস্পতিবার ইউএস বাংলা একটি ফ্লাইটে ফিরিয়ে আনা হয় ১৬৬ জনকে।
এ ছাড়া, বৃহস্পতিবার সন্ধ্যায় ওমান এয়ারওয়েজের একটি ফ্লাইটে ২৮৯ জন বাংলাদেশী যাত্রী দেশে ফিরেছে। বেবিচক সূত্র জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই বিশেষ ফ্লাইটটি আগামী ৫ মে ঢাকার উদ্দেশে নয়াদিল্লী থেকে আসবে। ঢাকায় ফিরতে আগ্রহী বাংলাদেশীদের মধ্যে যারা আগামী ২ মে’র বিশেষ ফ্লাইটের টিকেট পাননি, তারা আগামী ৫ মে’র ফ্লাইটের টিকেট কেনার সুযোগ পাবেন।