প্রচ্ছদ বিশেষ খবর ভারতে করোনায় আরও ৪৮২ জনের প্রাণহানি

ভারতে করোনায় আরও ৪৮২ জনের প্রাণহানি

0
করোনায়

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১১৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৬২ হাজার ৮০৯ জন। এই সময়ে মৃত্যুবরণ করেছেন ৪৮২ জন। করোনায় এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩৭ হাজার ৬২১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৫ জন সুস্থসহ ৮৮ লাখ ৮৯ হাজার ৫৮৫ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক-তৃতীয়াংশই হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে।

কর্নাটক ও তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া দিল্লিতে ৯ হাজার ১৭৪ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪২৪, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৬১ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৯২ জন মারা গেছে করোনায়। পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় ও রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version