প্রচ্ছদ বিশেষ খবর ভারতে করোনায় একদিনে ৬১৩ জনের মৃত্যু

ভারতে করোনায় একদিনে ৬১৩ জনের মৃত্যু

0

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে ৬১৩ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ২৪ হাজার ৮৫০ জন সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত দেশটিতে মোট ৬ লাখ ৭৩ হাজার ১৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ১৯ হাজার ২৬৮ জন করোনা রোগী মারা গেছে।

রোববার (৫ জুলাই) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে দেশটিতে মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ৯ হাজার ৮৩ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে।

ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র মহারাষ্ট্র রাজ্যেই ২ লাখ ৬৪ জন করোনা সংক্রমিত হয়েছেন। মারা গেছে ৮ হাজার ৬৭১ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৭ হাজার ৭৪ জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং একই সময়ে ২৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনায় মৃত্যুর সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে ভারতের রাজধানী দিল্লির স্থান। দিল্লিতে এ পর্যন্ত তিন হাজার চার জন করোনা রোগী মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে দুই হাজার ৫০৫টি নয়া সংক্রমণ এবং ৮১ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট মৃতের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। রাজ্যটিতে এ পর্যন্ত ১ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে এ পর্যন্ত ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ১ জন। উত্তর প্রদেশে আক্রান্ত ২৬ হাজার ৫৫৪, মৃত ৭৭৩।

এছাড়া পশ্চিমবঙ্গে ২১ হাজার ২৩১ জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭৩৬ জন। রাজ্যটিতে ১৪ হাজার ১৬৬ জন সুস্থ হওয়ায় সেখানে বর্তমানে ৬ হাজার ৩২৯ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।

শেয়ার করুনঃ

কোন মন্তব্য নেই

উপরের পোস্টটি সম্পর্কে আপনার মন্তব্য কি?

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন

Exit mobile version